মোস্তাকিম হোসেন হিলি স্থলবন্দর সংবাদদাতা:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেনসিডিল, ১০ প্যাকেট ম্যাকডল মদসহ পাঁচ জন মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন হাকিমপুর উপজেলার বাগিচাপাড়ার মোতালেব হোসেনের ছেলে মোছাদ্দেক হোসেন (২২),মাগরাল আদর্শ গ্রামের একলেছার আলীর ছেলে সাহেদ আলী (২০), দিনাজপুরের নবাবগঞ্জের বুজরুঘ হরিনা গ্রামের মোহাম্মদ আলমের ছেলে আল আমিন (২৩), হাকিমপুরের হরেকৃষ্টপুর গ্রামের আহাদ আলী মন্ডলের ছেলে সুলতান মাহমুদ (৪৫) ও একই গ্রামের মৃত মহানিন আলীর ছেলে শামীম হোসেন (৩৬)।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, বৃহস্পতিবার ভোর রাতে হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।