সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন
মামলার আসামী ইকবাল হোসেন কোর্ট হাজত থেকে পালিয়ে গেছে। বুধবার সকালে তাকে আদালত নিয়ে আসার পর সে দিনের কোন এক সময় পালিয়ে যায়। উল্লেখ ২০১৭ সালের ১৩ জুন পারিবারিক কলহের জের ধরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামে মৃত মনা মিয়ার মেয়ে মনোয়ারা বেগম (২৫) কে স্বামী একই ইউনিয়নের উস্তিঙ্গেরগাঁও গ্রামের রমজান আলীর পুত্র ইকবাল হোসেন হত্যা করে লাশ গুম করে। ঘটনার তিনদিন পর নিহত মনোয়ারা বেগমের গলিত লাশ ভোলাখালী নদীর পার্শ্ববর্তী জংগল থেকে উদ্ধার করে পুলিশ। পরে পলাতক অবস্থায় সিলেট থেকে ইকবালকে আটক করে পুলিশ। কোর্ট হাজত থেকে আসামির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০