এম এ মোতালিব ভুঁইয়া :
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা এবং ১টি প্লাটিনা মোটর সাইকেলসহ ২ (দুই) জন আসামী আটক করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির টহল কমান্ডার জেসিও-৭৪১২ সুবেদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল সোমবার (১৪ অক্টোবর)গভীর রাতে সীমান্ত মেইন পিলার ১২০৭ এর নিকট হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের দক্ষিণ মোকছেদপুর নামক স্থান থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা এবং ১টি প্লাটিনা মোটর সাইকেলসহ ২ (দুই) জন আসামী আটক করে।আটককৃত মালামালের আনুমানিক বিজিবির সিজার মুল্য ১,৪৯,০০০/- টাকা।
আটককৃত আসামীরা হলেন নরসিংদী জেলার রায়পুরা থানার পূর্ব হরিপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার স্ত্রী মোছাঃ জরিনা বেগম (৪৮) ও সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার উত্তর মোকছেদপুর গ্রামের আবু চাঁন মিয়ার পুত্র মোঃ রাকিব হোসেন (১৯)।
২৮- বর্ডারগার্ড ব্যাাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল মো: মাকসুদুল আলম জানান,বিজিবির অভিযানে ৪কেজি ভারতীয় গাঁজা এবং ১টি প্লাটিনা মোটর সাইকেলসহ ২ (দুই) জন আসামী আটক করা হয়েছে। আটককৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০