
সিলেট ব্যুরো : গণপরিবহনসহ অন্যান্য স্থানে স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে ২৭৯ জনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১ টা থেকে বিকেল পর্যন্ত সিলেট মহানগর ও সিলেটের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মা লাবিবা অর্নব সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের স্বাস্থ্যবিধি অনসুরণ নিশ্চিতকরণে সচেতনতা ও মনিটরিং এবং নিয়ম লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়। তিনি জানান, সিলেট জেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে ৮জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে সিলেট মহানগর এলাকায় ৮টি এবং উপজেলা নির্বাহী অফিসারগণের নেতৃত্বে উপজেলা পর্যায়ে ১১টি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জনগণের স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে সচেতনতা ও মনিটরিং এবং নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তদের জরিমানা করা হয়। দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্টে সমগ্র জেলায় সর্বমোট ২৭৯ জনকে জরিমানা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০