ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

সিলেটে আইনজীবী কে হত্যা: পরকিয়ার তথ্য দিয়েছে স্ত্রী

প্রতিবেদক
নিউজ ভিশন
১১ জুন ২০২১, ১২:২১ পূর্বাহ্ণ

Link Copied!

সিলেট ব্যিরোঃ
সিলেটে আইনজীবী আনোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী মাহির সঙ্গে তিন মাসের পরিচয় ও বিশেষ সম্পর্কের তথ্য দিয়েছেন নিহতের স্ত্রী শিপা বেগম।

পাঁচ দিনের রিমান্ডে থাকা শিপা জানান, ছাত্রদল নেতা শাহজাহান চৌধুরী মাহির সঙ্গে তিন মাসের পরিচয় ও বিশেষ সম্পর্ক আছে। মাহি তার কোনো আত্মীয় নয় বলে জানান তিনি।

তদন্ত কর্মকর্তাদের তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের দু’জনের পরিচয় হয়। কয়েক দিন মোবাইল ফোনে কথা বলার পর দেখা-সাক্ষাৎ হয়।

বৃহস্পতিবার (১০ জুন) রিমান্ডের তৃতীয় দিন শেষে এসব তথ্য জানিয়েছে পুলিশ। তবে এখনও আনোয়ার হত্যার বিষয়ে তিনি মুখ খোলেননি বলে জানা গেছে।

তদন্ত কর্মকর্তা ইয়াছিন আলী জানিয়েছেন, শিপা নানা তথ্য দিচ্ছেন। তদন্তের স্বার্থে এখন তা বলা যাচ্ছে না। রিমান্ড শেষে তার তথ্য যাচাই করা হবে।

সূত্র জানায়, রিমান্ডে থাকা শিপা বেগম তার প্রেমিক শাহাজাহান চৌধুরী মাহি সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন। আনোয়ারের অবর্তমানে তার বাসায় যাতায়াত, মোটরসাইকেলে ঘুরে বেড়ানোসহ বিভিন্ন বিষয় জানিয়েছেন শিপা। কিন্তু আনোয়ারের মৃত্যুর পেছনে মাহি ও তার কী ভূমিকা ছিল সে বিষয়ে এখনও কোনো তথ্য দেননি শিপা। এদিকে আনোয়ার হোসেনের ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ তোলার জন্য আবেদন করলেও বৃহস্পতিবার পর্যন্ত কোনো আদেশ হয়নি। এ ছাড়া শিপা ও মাহির কললিস্ট এখনও পুলিশের হাতে পৌঁছেনি।

গত ৩০ এপ্রিল মারা যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন। ওই দিন ফজরের নামাজের পর তিনি ঘুমিয়ে ছিলেন। বিকেল ৩টায় স্ত্রী শিপা বেগম স্বজনদের ফোন করে আনোয়ারের মৃত্যুর খবর দেন। পরবর্তীতে তার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিলে ভাই মনোয়ার বাদী হয়ে এক মাস পর আদালতে এজাহার দাখিল করেন। মামলার পর কোতোয়ালি থানা পুলিশ স্ত্রী শিপাকে গ্রেপ্তার করে।

154 Views

আরও পড়ুন

সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ-জগন্নাথপুর আসনে প্রার্থীতা ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার হোসেন

৬ ডিসেম্বর ২০২৪ জেলা দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নকলায় পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ৪

ইউ‌নিট সভাপ‌তিকে মামলাসহ হয়রানীর প্রতিবা‌দে সমা‌বেশ অনু‌ষ্ঠিত

কাপাসিয়ায় নবাগত ইউএনও’র সাথে মাদরাসা শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময়

অপহৃত কলেজ শিক্ষার্থীর মরদেহ মিললো প্রেমিকার প্রেমিকের বাড়ি, গ্রেফতার ৩

শান্তিগঞ্জ উপজেলা সুজন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পলাশে রাস্তার ইট তুলে দেয়াল নির্মাণ

উখিয়ায় শাহপুরী হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

জেলা খাদ্য কর্মকর্তার তালবাহানা  : জামালপুরে ২০ টন সরকারি চাল জব্দ

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব লাঞ্ছিত,দুই কর্মকর্তা বরখাস্ত।

তোমার আলোয় আলোকিত হোক সকল মুসলিম