রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় মলি বেগম (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মলি স্থানীয় মকছেদ আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরগোয়াডাঙ্গা ফাযিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। মলির বাবা মকছেদ চট্টগ্রামে একটি প্রাইভেট কোম্পানীতে চাকরি করে। ৩ বোনের মধ্যে মলি ছিল মেঝো। মা ও বোনদের সাথে দু’কক্ষের একটি টিনের ঘরে থাকত মলি।
নকলা থানার চন্দ্রকোনা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনে খবর পেয়ে চরভাবনা গ্রামের মকছেদ আলীর বসতঘরের একটি কক্ষের মেঝে থেকে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় মলি নামে এক কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিকেলে শয়নকক্ষের ধন্যার সাথে গলায় উড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে মলি।
মলির বাবা মকছেদ আলী জানান, ঘটনার দিন দুপুরে মলির সাথে আমার ফোনে কথা হয়েছে। বিকেলে বাড়ি থেকে ফোন করে আমাকে জানানো হয়, শোয়ার ঘরের ধন্যার সাথে গলায় উড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে মলি। তখন পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির পাশে খেত থেকে আলু তুলছিল। খবর পেয়ে রাতের গাড়িতে দ্রুত নকলা থানায় চলে আসি। আমার মেয়ে মলি কি কারণে আত্মহত্যা করেছে তা আমি জানিনা।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় নকলা থানায় মামলা দয়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মলির লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।