স্টাফ রিপোর্টারঃ
গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নির্মম হামলা ও নিরীহ নারী-শিশু হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও বিশাল প্রতিবাদ সমাবেশ।
সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সুনামগঞ্জ জেলা শাখা ও স্থানীয় তাওহীদি জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি গনিগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে একত্রিত হয়। পুরো মিছিল জুড়ে ধ্বনিত হয়—‘ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াও’, ‘ইসরায়েলের বর্বরতা বন্ধ করো’, ‘গাজায় গণহত্যার বিচার চাই’—এমন জোরালো স্লোগান।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ আলম।
সমাবেশে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড মোটর চালক দলের সভাপতি আব্দুল কুদ্দুছ, সহ-সভাপতি আব্দুল আওয়াল, রুকুদ্দিন, দুলাল, নুরুল ইসলাম, তাজুল ইসলাম তাজির, জহিরুল ইসলাম, সফিকুল ইসলাম, সফাত, হরুন, জামাল, জব্বার ও মুস্তাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বিশেষভাবে অংশগ্রহণ করেন এলাকার সম্মানিত আলেমগণ। ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে সকলের প্রতি আহ্বান জানান তারা। বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াস আহমেদ, মাওলানা মনির হোসেন, মাওলানা হোসাইন, ক্বারি লুৎফর রহমান, মাওলানা হেলাল আহমেদ, মাওলানা নাজমুল হক, মাওলানা সামী ও মাওলানা ফয়সাল।
বক্তারা বলেন, “ইসরায়েল আজ এক চরম গণহত্যার পথ বেছে নিয়েছে। শিশুদের ওপর বোমা বর্ষণ, মসজিদ ধ্বংস, খাদ্য ও পানির সরবরাহ বন্ধ করে দিয়ে একটি জাতিকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে। এখনই মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।”
বিক্ষোভে অংশ নেন শতাধিক তাওহীদি জনতা, স্থানীয় মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী, দোকানি, শিক্ষার্থী ও পথচারী। ব্যানার-প্ল্যাকার্ড হাতে তারা ফিলিস্তিনের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে সংহতি জানান।