সাত্তার সিকদার, লোহাগাড়া,(চট্টগ্রাম), প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আকট মোঃ ইমরান খাঁন(২৯), কক্সবাজার জেলার বৈদ্যরঘোনা, জোরখাম্বা, (৮নং ওয়ার্ড)এর নাছির খাঁনের পুত্র। বর্তমানে কক্সবাজারের রামু থানার, কলঘর বাজার, শেখপাড়া এলাকায় থাকে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, ২৩ আগষ্ট দিবাগত (বুধবার) রাত সোয়া ১১টার দিকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম এর নির্দেশনায় লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম এর নেতৃত্বে লোহাগাড়া থানার এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া উপজেলার চুনতি ইউপিস্থ চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে যাত্রীবাহী হাংক মোটর সাইকেলে (রেজি:নং-চট্ট-মেট্টো-ল-১৫-০৫৫০) তল্লাশি চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান খাঁন নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে ১৮ হাজার ইয়াবাসহ মোঃ ইমরান খাঁন কে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা।
আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ২৪ আগষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।