স্টাফ রিপোর্টার,লামা :
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের কয়েকটি পয়েন্ট থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে হাজার হাজার ফুট বালু।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজিজনগর ইউনিউনের হিমছড়ি পাড়া মসজিদের পাশে পাহাড়ী ছরার কালভার্টটি ফাটল দেখা দিয়েছে শুধু মাত্র অবৈধভাবে বালু তোলার কারনে।
হিমছড়ি পাড়ার প্রায় ২০০ পরিবারের এবং ছোট ছোট স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়তের একমাত্র অবলম্বন এই কালভার্টটি।
হিমছড়ি পাড়া থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায়, "সারা বছর অবৈধ এই বালু উত্তোলন কার্যক্রম চলতেই থাকে। দীর্যদিন বালু উত্তোলনের ফলে ব্রীজটি নিছের অংশকে ফাটল দেখা দিয়েছে।"
এ ছাড়াও তেলুনিয়া খালের রফিক চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকা থেকে এবং আইয়ুব কলোনির পাশে (তেলুনিয়া খাল) থেকেও অবৈধভাবে উত্তোলিত হচ্ছে হাজার হাজার ফুট বালু।
লামা উপজেলা প্রসাশন থেকে খবর নিয়ে জানা যায়, তাদের পক্ষ থেকে পুরা উপজেলার মধ্যে কেউকে এই বালু তোলার জন্য কোন অনুমতি পত্র বা ইজারা দেওয়া হয় নি।
এ ব্যাপারে লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা নুর এ জান্নাত রুমি বলেন, বিষয়টি আমাকে কেউ জানাই নি। ঘটনা সত্যি হলে অবশ্যই ব্যবস্থা নিবো।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০