অলিউর রহমান,স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ছাতকে লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় কমিউনিটি সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার কর্তৃক ঘোষিত ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি বিধিনিষেধ অমান্য করে কমিউনিটি সেন্টারের বিয়ের আয়োজন করায় জরিমানা আদায়সহ
বর কনের পক্ষ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
শুক্রবার (২ জুলাই) দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে জহুরা কমিউনিটি সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেন্টারের মালিক আব্দুস সালামের কাছ থেকে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বর কনের পক্ষ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশ ও বিজিবির সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০