জামালপুর প্রতিনিধিঃ
দেশকে মাদকমুক্ত করার প্রয়াসে র্যাব ১৪ কর্তৃক পরিচালিত অভিযানে গত ৮ এপ্রিল আনুমানিক ১৮.৪০ ঘটিকায় জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা এর উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন গোলাবাড়ী বাজার ভাই ভাই ষ্টোর নামক মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ রাজু (২৫), বৌমারী উলজেলাত্র,ফুলবাড়ি এলাকার মৃত ছবিউল এর পুত্র।
অভিযানকালে ধৃত আসামির নিকট হতে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য -৪৫,০০০ (পঁয়তাল্লিশ হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে রৌমারী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।