নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের৮নম্বর ওয়ার্ডের সদস্য ও আত্মস্বীকৃত ইয়াবা কারবারি এনামুল হককে(৩৪)গ্রেফতার করেছে পুলিশ।র্যাবের করা ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় তাঁকে উপজেলা পরিষদ এলাকা থেকে বৃহস্পতিবার(৩০জুন)দুপুরে গ্রেফতার করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃহাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এনামুল হক টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার এলাকার মৃত মোজাহার মিয়ার ছেলে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক ব্যবসায়ীর তালিকায় থাকা এই ইউপি সদস্যসহ টেকনাফের১০২জন ইয়াবা কারবারি টেকনাফে মাদকবিরোধী এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন।দেড় বছর কারাভোগের পর আত্মসমর্পণকারীরা বেরিয়ে আসেন।
ওসি হাফিজুর রহমান বলেন,সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে গত মার্চের শেষ দিকে র্যাবের পক্ষ থেকে এনামুল হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়।এ মামলায় এনামুলকে গ্রেফতার করা হয়েছে।তাঁকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০