মোঃ শিবলী সাদিক, রাজশাহী।
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ শাহ আলম (৪৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গতকাল রবিবার (০৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় মহানগরীর পবা থানাধীন ২নং ওয়ার্ডের অর্ন্তগত বজরাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ শাহ আলম, পবা থানার বজরাপুর গ্রামের মৃত শুকচাঁনের ছেলে। তবে একই এলাকার মোঃ আব্দুল করিমের ছেলে মোঃ শাহ আলম(৪৫) পালিয়ে যায়।
অপর এক অভিযানে, একই দিন সন্ধা সাড়ে ৬টায় রাজশাহীর দুর্গাপুরে সবজির ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে মোঃ জাহিদুল ইসলাম (৩৫) নামের এক মাদক কারবারীকে ৪০০গ্রাম হেরেইন-সহ গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতার মোঃ জাহিদুল ইসলাম, সে রাজশাহীর পুঠিয়া থানার কানরা (দুদুর মোড় আশ্রয়ন প্রকল্প) গ্রামের মোঃ হায়াত আলীর ছেলে।
সোমবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায় গ্রেফতারকৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে পবা ও দূর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।