মোঃ শিবলী সাদিক, রাজশাহী।
রাজশাহী শহরের রাজপাড়া থানা এলাকা থেকে মোবাইলে আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে আল হাসিব (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ৱ্যাব-৫। তাকে রাজপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-৫।
র্যাব-৫ জানান, রাজশাহী রাজপাড়া থানা এলাকার রাজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আল হাসিব (৩০) এক সময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বিভিন্ন অনিয়মের কারনে সে চাকুরি চ্যুত্ত হয় বছর খানেক আগে। সে খানে কর্মরত অবস্থায় তার এক সহকর্মীর স্ত্রীর কিছু আপত্তিকর ভিডিও গোপনে সংগ্রহ করে হাসিব। সেই ভিডিও দেখিয়ে ওই নারীর কাছে থেকে বিভিন্ন ভাবে ব্ল্যকমেইল করে চাঁদাবাজি করছিলেন।
এ ঘটনায় ওই নারী থানায় ও র্যাব-৫ এর কাছে লিখিতো অভিযোগ দেন। বিষয়টি র্যাব-৫ তদন্ত করে সত্যতা পেলে শুক্রবার রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ফোনে ও কম্পিউটারে থানা নারীর অশ্লিল ভিডিও উদ্ধার করে। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগি নারী।