জাহেদুর রহমান সোহাগ, স্টাফ রিপোর্টার ;চট্টগ্রাম
রাঙ্গুনিয়ায় আল হেলাল প্রকাশ পুতুল সিকদার (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৬ অক্টোবর) রাত ১ টার দিকে পৌরসভার সৈয়দবাড়ি তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি গ্রামের আশরাফুল এনাম সিকদারের পুত্র এবং উপজলা যুবলীগর সাবেক সহসভাপতির দায়িত্ব ছিলন। গত ২ অক্টাবর উপজেলা আ.লীগর সাবেক কৃষি বিষয়ক সম্পাদক জাফর সালেক সিকদারের উপর হামলার ঘটনায় রাঙ্গুনিয়া থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছ বলে জানিয়েছ পুলিশ। ঘটনার দিন তার ভাই উপজলা যুবলীগ সভাপতি শামসুদ্দাহা সিকদার বাদী হয় ৩ জনর নাম উল্লখ করে একটি মামলা দায়ের করন। গ্রেপ্তার আল হেলাল সিকদার এই মামলার দুই নম্বর আসামী। মামলার প্রধান আসামী তাঁর ছোট ভাই আল মামুন পিনু সিকদার ও ৩ নম্বর আসামী সম্রাট সিকদার পলাতক রয়ছন। সামবার (৭ অক্টাবর) দুপুর আল হেলাল সিকদারকে আদালতর মাধ্যম কারাগার পাঠানা হয়েছ।
রাঙ্গুনিয়া থানার এস আই ইসমাঈল হোসন জুয়েল জানান, থানায় আল হেলাল সিকদারের বিরুদ্ধ চারটি মামলা রয়েছ। গত বছর ট্রাক থামিয়ে ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা আদায়র অভিযাগ, দ্রুত বিচার আইনর দুইটি মামলা সহ ২০১৪ সালর একটি মারধরের মামলায় তাঁর বিরুদ্ধ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০