মোঃ আতিক উল্লাহ চৌধুরী,
রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি;
চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও একটি রামদাসহ সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর দিক নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।
তথ্যমতে, ৭ আগস্ট বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর সর্ত্তা এলাকার সোনালী তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে জিআর ১২৬/১৮ মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. নুর উদ্দিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ নুরুদ্দীন উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা সোনালী তালুকদারের বাড়ির মৃত শাহ আলমের ছেলে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, তার বসতঘরের দ্বিতীয় কক্ষের শো-কেইচের নিচে অস্ত্র লুকিয়ে রাখা আছে।
পরে পুলিশের উপস্থিতিতে ওই স্থান থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং একটি রামদা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত নুর উদ্দিন পার্বত্য এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে তা বিভিন্ন সন্ত্রাসীদের কাছে বিক্রি করত।
এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অবৈধ অস্ত্র ও সাজাপ্রাপ্ত অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় তৎপর ছিলাম এবং থাকব।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০