বেনাপোল প্রতিনিধিঃ ইমামুল হোসেন
যশোরের শার্শা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার ত্রিমোহনী পাওয়ার হাউজের সামনে থেকে এ ফেনসিডিল উদ্ধার করে শার্শা থানা পুলিশ।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, উপজেলার ত্রিমোহনী পাওয়ার হাউজের সামনে হাইওয়ে রাস্তার উপর থেকে মোটর সাইকেলে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ২৮ বোতল ফেনসিডিল ও ১ টি ডায়াং মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় মোটর সাইকেল চালক দৌঁড়ে পালিয়ে যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০