মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার উপজেলার বড়লেখা থানার ১নং বর্ণি ইউনিয়নের ৯ নং ওর্য়াডের বাসিন্দা এবং ছাত্রশিবিরের স্থানীয় কর্মী শাহরিয়ার আহমেদের বাড়িতে দুর্বৃত্তদের এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, রবিবার রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা ৮-১০ জনের একটি দল মুখোশ পরা অবস্থায় শাহরিয়ার আহমেদের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা, রড এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির মূল ফটক, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং শাহরিয়ারের মা গুরুতর আহত হন।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ছাত্রশিবির সংশ্লিষ্ট পরিবারের ওপর টার্গেট করে হামলা চালানো হচ্ছে। শাহরিয়ার আহমদ স্থানীয় এম.মুন্তাজিম আলী কলেজের সাবেক ছাত্র এবং দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিবিরের স্থানীয় নেতারা বলেন, “এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা ও পরিকল্পিত হামলা। আমরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
অন্যদিকে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।