জাবেদ ভূঁইয়া
মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ের উত্তম আমবাড়িয়া পাহাড়ে প্রেমিকের সাথে ঘুরতে যাওয়া কিছু ছবি ও ভিডিও ধারণকরে চাঁদা আদায়ের অভিযোগে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুই বখাটে কে গ্রেপ্তার করে মিরসরাই থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, মিরসরাইয়ের খৈয়াছড়া ইউ.পি. আমবাড়িয়া গ্রামের আবু তৈয়বের ছেলে নাজিম (২৪) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে মমিন হোসেন (১৯)।
মিরসরাই থানার ওসি বিপুল চন্দ্র দেবনাথ নিউজ ভিশন ৭১ কে বলেন, গত ২৭শে সেপ্টেম্বর মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী খাদিজা (ছদ্মনাম) তার প্রেমিকের সাথে উত্তর আমবাড়িয়া পাহাড়ে ঘুরতে গেলে এই দুই যুবক তাদের কিছু ছবি এবং ভিডিও মোবাইলে ধারণ করে স্কুল ছাত্রীর মায়ের মোবাইলে ফোন দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। অন্যথা ছবি এবং ভিডিও ফেসবুকে ছেড়ে দিবে বলে হুমকি দেয়।
আজ মঙ্গলবার (২২অক্টোবর) স্কুল ছাত্রীর মা রাহেলা বেগম উক্ত অভিযোগ ব্যক্ত করে থানায় একটি মামালা করলে, থানার সেকেন্ড অফিসার দীনেশ চন্দ্রের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই বখাটিকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০