মহেশখালী প্রতিনিধি:-
মহেশখালীর শাপলাপুরে পান বরজের খাজনা (লাগিত) নিয়ে দ্বন্দ্বের জেরে এক ইউপি মেম্বারকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নাছির উদ্দীন। তিনি শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার এবং জনৈক আছাদ আলীর পূত্র বলে জানা যায়।
সূত্রে জানা যায়- শাপলাপুরের মনিপুরে স্থানীয় নুরুল ইসলামগং কাছে পানের বরজ করার জন্য জমি লাগিয়েত দেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নাছির উদ্দীন। পানের বরজের খাজনা(লাগিয়ত) নিয়ে এক পর্যায়ে বিরোধ হলে আজ সকালে নুরুল ইসলামের নেতৃত্বে, আলমগীর, মোহাম্মদ জহিরসহ আর ১০-১২ জন মিলে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান- প্রথমে শাপলাপুরের মনিপুরে পানের বরজের জামেলা নিয়ে নাছির উদ্দীনকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা চিকিৎসার জন্য শাপলাপুর বাজারে নিয়ে আসলে তার মৃত্যু হয় বলে জানা যায়।