ঢাকারবিবার , ১৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে উন্মুক্ত জলাশয় দখলের অভিযোগে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২ জুলাই ২০২৫, ১:০২ অপরাহ্ণ

Link Copied!

মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ধর্মপাশা উপজেলার ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদারের বিরুদ্ধে উন্মুক্ত জলাশয় দখল ও এলাকাবাসির উপর ভয়ভীতির প্রতিবাদে মানববন্ধন ও উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করেন ভুক্তভোগী এলাকাবাসী।

মঙ্গলবার ( ০১/০৭/২০২৫) দুপুর ৩ টায় মধ্যনগর বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শতাধিক ভুক্তভোগী সাধারণ জনগন এই মানববন্ধনে অংশ গ্রহন করেন। উপজেলা ছাত্রদল নেতা আকাশ মিয়া ও যুবদল নেতা শাহাদাত হোসেন সাগর বলেন ভুক্তভোগী সাধারণ জনগনকে মোশাহিদ তালুকদার এর লোকজন, ভয়ভীতি প্রদর্শন করারও অভিযোগ করেন। হিন্দু পরিবারের নাম না বলার শর্তে বলেন, আমরা নির্যাতনের শিকার এলাকার প্রভাবশালী হওয়ায় আমরা উপজেলা প্রশাসনের কাছে আমাদের ন্যায় বিচার চাই। উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।

এছাড়াও মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন,৫ আগস্ট আওয়ামীলীগ পতনের পরে বিএনপির প্রভাব কাটিয়ে আমাদের এলাকার সাধারন জনগণের উপর ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় প্রভাব বিস্তার করেন।

তাছাড়াও কিছুদিন আগে আমাদের এলাকার পাশের বিল গোড়াডুবা ইজারা নেন এই নেতা। ইজারা পাওয়ার পরে আমাদের করুয়াজান মৌজার উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে নিষেধ করেন তিনি। অথচ দীর্ঘদিন ধরে এই মৌজা উন্মুক্ত রাখার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন উনার আপনা ভাই স্বজনরা। গত চার বছর থেকে এই উন্মুক্ত জলাশয়টি ব্যবহার করে আসছি। এখন মোশাহিদ তালুকদার তার ক্ষমতার প্রভাব দেখিয়ে আমাদেরকে নিষেধ বাঁধা করছেন । এসময় বক্তারা এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনকে এই নেতার লোকজন নানাভাবে হুমকি দেওয়ারও অভিযোগ তুলেন।

এব্যাপারে বিএনপি নেতা মোশাহিদ তালুকদারকে ফোন করলে আমি মিটিং এ আছি বলেন। আমি পরে এই বিষয়ে কথা বলবো।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডভোকেট আব্দুল হক বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি অবৈধ এবং দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজে লিপ্ত থাকার অভিযোগ থাকে তাহলে অভিযোক্ত ব্যক্তির বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) উজ্জ্বল রায় বলেন,এ ব্যাপারে আমি একটা লিখিত অভিযোগ পেয়েছি।লিখিত অভিযোগের জন্য তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

191 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহত, আহত ৮

সুনামগঞ্জ-৩ আসনে নির্বাচনী মাঠে আছেন এম এ মালেক খান, জনগণের দোয়া ও ভালবাসা পেতে চান

শেখ মুজিবুর রহমান জাতির জনক নন: নাহিদ ইসলাম

সাক্ষাৎকার: জামায়াতের প্রার্থী এড. আব্দুর রব: ‘কমলগঞ্জ–শ্রীমঙ্গলের প্রতিটি ঘর আমার নিজের’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

উদ্বোধনের অপেক্ষায় শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট

জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দেয়া পর্যন্ত কোন নির্বাচন হবেনা: ড. হামিদ আযাদ

মৌলভীবাজার-৪:
জনগণের কল্যাণে রাজনীতির ময়দানে এডভোকেট আব্দুর রব

লোহাগাড়ায় নোবিপ্রবি উপাচার্য
নারী-পুরুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে

ভোলাগঞ্জে সাদাপাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাংঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে মানববন্ধন

কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মাঝে আমের চারা বিতরণ