মধ্যনগরে নিষিদ্ধ আওয়ামীলীগ অফিসে গোপন নাশকতার বৈঠক ভেঙে দিল স্থানীয় জনত
মধ্যনগর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্দ্রা ইউনিয়নের ভোলাগঞ্জ বাজারে রবিবার দিবাগত রাত আনুমানিক ১০:৩৫ মিনিটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের কিছু নেতাকর্মী একটি গোপন নাশকতার উদ্দেশ্যে বৈঠক করে। স্থানীয়দের দাবি, সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে গোপন বৈঠক চলছিল। এই খবর লোকমুখে ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী দলবদ্ধ হয়ে অফিসটিতে হামলা চালায় এবং বৈঠক পণ্ড করে দেয়।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বেশ কয়েকদিন ধরে ঐ অফিসে রাতে স্থানীয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুব ও ছাত্র লীগের ক্যাডার ও অচেনা কিছু লোকের যাতায়াত বাড়ে। এতে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা সন্দেহ প্রকাশ করেন যে, সেখানে কিছু গোপন ও বেআইনি তৎপরতা চলছে।
এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে বলেন,“ওরা কয়েকদিন ধরেই এখানে রাত-বিরাতে লোকজন নিয়ে আসত।
স্থানীয় এক তরুণ জানান“আমরা খোঁজ নিয়ে জানতে পারি, ওরা গোপনে কিছু একটা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। তাই সন্দেহজনক আচার-আচরণ বুঝতে পেরে গতকাল রাতে আমরা এলাকা বাসীর সহযোগীতায় ওদের পরিকল্পনা ভেস্তে দেই।
উত্তর বংশীকুন্দ্রা ইউনিয়নের কৃষক দলের নেতা কামরুল ইসলাম ও যুবদল নেতা বাপ্পি মিয়া বলেন,নিষিদ্ধ দলের বৈঠক আইন লঙ্ঘনের শামিল।
সরকার কর্তৃক ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামীলীগ একটি নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত। এ দলের যেকোনো গোপন বৈঠক, সাংগঠনিক কার্যক্রম বা জনসমাবেশ আইনত দণ্ডনীয়। যদিও বিভিন্ন জায়গায় এখনো আওয়ামীলীগের সক্রিয় সদস্য গোপনে এসব তৎপরতা চালানোর চেষ্টা করছে।