মো শাহীন,
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বেচা-কেনার সময় ২ টি অস্ত্রসহ, ইস্কান্দার (১৬) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের উত্তর থোয়াঙ্গারকাটা গ্রামের নুরুল বশরের ছেলে।
পুলিশের ধাওয়া খেয়ে অপর দুই ব্যবসায়ী পালিয়ে যায়। এদের একজন উপজাতীয় যুবক। অপর জন বাঙ্গালী। তাদের একজনের নাম সায়মু মার্মা( ৩৫)। অপর জন রাশেল ( ২০)। এই ৩ অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা হয়। তাদের মধ্যে আটক ইস্কান্দরকে শুক্রবার সকালে বান্দরবান কোর্টে পাঠিয়ে দেয় পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানান,বহস্পতিবার রাত ৮ টার দিকে থানায় খবর আসে উপজেলার বাইশারীতে দুর্গম পাহাড়ি হরিণখাইয়া ১১ নম্বর গাজী রাবার প্রসেস প্লান ফ্যাক্টরীর কিছু দুরে উৎপেতে রয়েছে ৩ জন স্বশস্ত্র সন্ত্রাসী।
তাদের অবস্থা বেগতিক দেখে লোকজন এদের ঘিরে থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে উপজাতী সন্ত্রাসীর নেতৃত্বে ৩ জনের ২ জন দ্রুত পালিয়ে যায়। জনতার সহায়তায় অপর ১ জন আটক হয়। আটক ইস্কান্দরকে পুলিশ শুক্রবার কোর্টে পাঠিয়ে দেয়।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মাশরুরুল হক জানান ,আটক আসামীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে তথ্য দেয় ,তারা ৩ জনই অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার হওয়া অস্ত্র ২ টি বিক্রির জন্যে মজুদ করা হয়েছিল।