—————–
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডের একটি ধানক্ষেতে ইয়াবা খাওয়া প্রশিক্ষণ দেয়ার সময় ২জনকে হাতেনাতে ধরেন উক্ত ইউনিয়নের আনসার ও ভিডিপির ইউনিয়ন দলনেতা তরিকুল ইসলাম। আজ বেলা ১২.৩০ এর সময় এই ঘটনা ঘটে।
তরিকুল ইসলাম জানান, দুপুরে তিনি নিজের ধানক্ষেতের ধান কাটতে গেলে শুনতে পান তার পাশের ধানক্ষেতে ২জন ছেলে কথা বলছে। তা শুনে সে একটু এগিয়ে গেলে শুনতে পান কিভাবে ইয়াবা সেবন করতে হয় এবং ইয়াবা সেবনের আরো কৌশল । এগুলো শুনে তিনি তার আশেপাশে থাকা লোকজনদের ডাক দেন এবং তাদের সহযোগিতায় যিনি ইয়াবা ট্রেনিং দিচ্ছিলো তাকে ধরে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু সে সঠিক কারণ উল্লেখ করতে না পারায় পরবর্তীতে তাকে পুলিশের ভয় দেখানো হয়। পুলিশের কথা শুনে ঐ যুবক দৌড়ে পালিয়ে যেতে চেষ্টা করেন এসময় তরিকুল সহ উপস্থিত লোকজন তাকে ধরে ফেলেন। তারপর ঐ যুবক উক্ত প্রশিক্ষণের বিষয়ে সবকিছু স্বীকার করেন এবং বলেন তারা এখন এগুলো সেবন করবে না কিন্তু পরে সেবন করার জন্য শিখে রাখছে। পরবর্তীতে তরিকুল আনসার ভিডিপির উজিরপুর থানা অফিসারকে বিষয়টি অবগত করলে তার কাছে আটককৃতদের সাথে ইয়াবা ছিলো কিনা সেটি জানতে চাওয়া হয়। উত্তরে কোনো ইয়াবা পাওয়া যায়নি এমন বললে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আটককৃতদের নেয়ার পরামর্শ দেন। পরে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আওরঙ্গজেব হাওলাদার সালিশের মাধ্যমে ঐ ২ তরুণকে তাদের অভিভাবকদের হাতে তুলে দেন এবং ভবিষ্যতে এহেন কাজ আর না করার মুচলেকা নেন।
এসময় গুঠিয়া ইউনিয়ন পরিষদ এর ৪নং ওয়ার্ডের মেম্বার মো: মামুন হাওলাদার, ইউনিয়ন পরিষদের সচিব ও অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।