ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

বরিশালে এমটিএফই প্রতারণা : ৩ সিইওর নাম প্রকাশ

প্রতিবেদক
নিউজ ভিশন
২৫ আগস্ট ২০২৩, ৯:৩০ পূর্বাহ্ণ

Link Copied!

অনলাইন অ্যাপ এমটিএফই-এর মাধ্যমে বরিশালের অসংখ্য মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রতারিত হয়েছেন শত শত মানুষ। তবে সামাজিকভাবে হেয় হওয়ার আশঙ্কায় আইনগত ব্যবস্থা নিচ্ছেন না কিংবা এ নিয়ে তথ্য দিতে চাচ্ছেন না অনেকেই।

সম্প্রতি এমটিএফই-তে বিনিয়োগকারী একজন তার ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি ৩ জন সিইওর কথা উল্লেখ করে বলেন । এই সেই MTFE এর বরিশালের প্রতারক সিইও শরিফ বিল্লাহ এবং আরিফ বিল্লাহ, আরো আছে রিয়াজ যাদের মাধ্যমে বরিশাল শহরের বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন লোকজন সর্বস্বান্ত হয়েছে এবং অনেক লোকজন লোক লজ্জার ভয়ে কথা বলতে পারতেছেনা।

নিউজ ভিশনের পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো:-

এই সেই MTFE এর বরিশালের প্রতারক সিইও শরিফ বিল্লাহ এবং আরিফ বিল্লাহ, আরো আছে রিয়াজ যাদের মাধ্যমে বরিশাল শহরের বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন লোকজন সর্বস্বান্ত হয়েছে এবং অনেক লোকজন লোক লজ্জার ভয়ে কথা বলতে পারতেছে না এবং শরিফ বিল্লাহ আরিফ বিল্লাহ তারা বিভিন্ন লোকের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ভয় বিধি দেখাইতেছে এবং অনেকেরে বিভিন্ন প্রলোভোন দেখাইতেছে যে আপনারা কোন আইনের আশ্রয় নিবেন না আমরা আপনাদের টাকা দিয়ে দেবো এবং শরিফ বিল্লাহ আরিফ বিল্লাহএর রুপাতলি হাউজিং এর ভিতরে একটি কিন্ডারগার্টেন স্কুল আছে বরিশাল ইন্টারন্যাশনাল স্কুল সেই স্কুলের বিভিন্ন অভিভাবকদেরকে তারা এই এমটি এফ ই এর ভিতরে ঢুকাইয়া তাদেরকে সর্বস্বান্ত করেছে তারা কিছু বললে তাদেরকে বিভিন্ন প্রলোভোন দেখায় ওই জায়গার কিছু শিক্ষক তারা বলে যে তারা ঢাকাতে ট্রিটমেন্টেরজন্য গেছে আসবে কিন্তু সবকিছু মিথ্যা তাদের শীঘ্রই আইনের আওতায় আনা হোক এবং এই ভিডিওটি লাইক শেয়ার দেয়ার জন্য অনুরোধ করা হইল।

ভুক্তভোগীর ফেসবুক থেকে নেয়া স্ক্রিনশট

 

908 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা