বার্তা কক্ষ : ইদানীং ফেসবুক অন করলেই দেখা যায় বিভিন্ন বন্ধুরা ফেসবুকের মেসেঞ্জার কিংবা কমেন্ট বক্সে একটি ফিশিং সাইট পাঠাচ্ছে যেখানে লেখা থাকে ঘরে বসে মিনিটে আয় করুন ৫০০ টাকা সহ আরো বিভিন্ন লোভনীয় অফার দিয়ে থাকে। মূলতঃ এই সাইটটি একটি ফিশিং সাইট এর মাধ্যমে আপনি হারাতে পারেন আপনার শখের ফেসবুক আইডি।
পরতে পারেন অনেক বড় ঝামেলায়।আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারও চলে যেতে পারে এই সাইটে ঢোকার কারণে। তাই সবাই এখনই সাবধান হয়ে যান। এবং এই প্রতারণা থেকে বাঁচুন। ভুলেও এই রকম কোন সাইটে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন না৷।
নিউজ ভিশনের পাঠকদের জন্য সেই ফিশিং সাইটি তুলে ধরা হলো। এছাড়াও আরো বিভিন্ন সাইট রয়েছে যেমন এই সাইটে লগইন করলে ২০০০ লাইক পাবেন, কোন কাজ না করেই হাজার হাজার টাকা ইনকাম করুন ইত্যাদি। তাই এগুলো থেকে নিজে সাবধানে থাকুন এবং আপনার বন্ধুদের সাবধান করে দিন।
সম্প্রতি ভাইরাল হওয়া ফিশিং সাইটটি হলো :
✌✌✌ এই লকডাউনের সময় শুধু শুধু বসে না থেকে মাত্র 5-6 মিনিটে ফেসবুকে ৫০০ টাকা আয় করলাম প্রশ্নের উত্তর এবং ভোট দিয়ে …! ★★ফেসবুক প্রতিষ্ঠাতা ফেইসবুকে প্রতিদিন 400-500/- টাকা আয় করার ব্যবস্থা রেখেছেন। অনেকেই জানেননা। 5-6 মিনিটের সহজ কাজ করে সকল ফেসবুক ইউজার এই টাকা আয় করতে পারেন। ✌ ইতোমধ্যে আমি আমার ফোন নাম্বারে BDT500.00 টাকা পেয়ে গেছি। আপনি সরাসরি Flexiload বা bKash এ আপনার আয়ের টাকা নিতে পারবেন। তাই দেরী না করে আপনি নিজেই ইনকাম করা শুরু করুন, আপনার মোবাইলের Opera mini বা uc browser বা অন্য যেকোনো কিছু থেকে এই এড্রেস এ যান →→ www.earn500.online । অথবা এই লিংকে ক্লিক করুন →→ www.earn500.online , আর আয় করে নিন খুব সহজে এবং খুব কম সময়ে। ✌✌✌