পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় চার লবণ চাষীকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
১০ ফেব্রুয়ারী সকাল ১১টার সময় উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঠান্ডার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মোহাম্মদ হালিম(৩২),মোহাম্মদ সেলিম(৩৪)পিতা মোজাম্মেলে।রায়হান (২০),পিতা মোহাম্মদ বাদশা, এনাম(২৩)পিতা ওবায়দুল্লাহ তাঁরা উজানটিয়া ইউনিয়নের ঠান্ডার পাড়া ও পেকুয়াররচরের বাসিন্দা।তাদের মধ্যে গুরুতর আহত হন হালিম ও সেলিম। তাদের মাথায় ৯/১০টা সেলাই করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লবণের মাপ নিয়ে কথা কাটাকাটি হয় এর মধ্যে একপর্যায়ে ছিরাদিয়া এলাকার মোহাম্মদ বেলাল (৪২),হেলাল (২৭) সহ আরো ৮/১০ মিলিয়ে হালিম ও সেলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত আর লাঠি দিয়ে রায়হান ও এনামকে পিটিয়ে জখম করে। আহতদের ভাই মনজুর আলম জানায়, লবণ ওজন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আমার ছোট ভাইদেরকে প্রাণে হত্যা করার জন্য কুপিয়ে জখম করে।আমরা মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ঘটনা সম্পর্কে অবিহিত করলে সাথে সাথে ঘটনা স্থলে পুলিশের টিম যায়।লিখিত অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব।