মোঃ-আজিজুল হক আজু,মাতারবাড়ী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের আওতাধীন আশ্রয়ন প্রকল্পের ঘর নিমার্ণ কাজে ব্যবহার হচ্ছে সাদাবালির পরিবর্তে লবনাক্ত নিম্মমানের কাদা বালি। এ ছাড়া সিমেন্ট যে পরিমাণ দেওয়ার কথা তার অর্ধেক ও ব্যবহার করছে না। এতে উক্ত নিমাণার্ধিন ঘরের টেকসই নিয়ে জনমনে প্রশ্ম দেখা দিয়েছে।
ফলে উক্ত আশ্রয়ন প্রকল্পের ঘর নিমার্ণ কাজে দেখভাল করার কেউ না থাকায় উক্ত প্রকল্পে চলছে হরিলুট। অপরদিকে এ হরিলুটের মহোৎসব দেখে স্থানিয়রা বলছেন এটা তো পুকুর চুরি নয়, যেন সাগর চুরি বলতে হবে।
এব্যাপারে দায়িত্বরত ঠিকাদার আল আমিন বলেন,সাদাবালি ব্যবহার হচ্ছে কাদাবালি দেওয়ার প্রশ্ম উঠে না। তবে সাংবাদিকদের এক প্রশ্মের উত্তর দিতে না পরে তিনি ঘড়িমসি করেন বলেন একজন বালি সরবরাহকারী সাথে উক্ত প্রতিবেদককে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০