নিজস্ব প্রতিবেদক:
পত্রিকার সম্পাদকের সাথে তুলে রেখেছেন ছবি। নিজেকে ক্ষমতাশালী দাবি করে অপরাধের বৈধতা নিতে ব্যবহার করেন সেই ছবি। এমনই এক ঘটনার মুখোমুখি বিআরটিসির কর্মকর্তাদের দ্বারা হামলার শিকার ঢাকা মেইল এর দুইজন সাংবাদিক।
জানা গেছে, ২০ মার্চ ২০২৫ বেলা দেড়টার দিকে বিআরটিসির মতিঝিল বাস ডিপোতে যান ঢাকা মেইল এর দুইজন সাংবাদিক ইলিয়াস ও শরিফুল। ঈদুল ফিতরে বিআরটিসির প্রস্তুতি সংক্রান্ত ইন্টারভিউ নিতে ম্যানেজার (অপারেশন) ওমর ফারুক মেহেদীর অফিস কক্ষের সামনে গেলে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা হামলার শিকার হন তারা। তাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেয়া হয় মোবাইল, মানিব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র। পরে ওমর ফারুকের অফিস কক্ষে আরেক দফা হেনস্তার শিকার হন তারা। তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের উপর হামলার ভিডিও ডিলেট করা হয়, ওমর ফারুকের নির্দেশেই ঘটে সকল কার্যক্রম।
আহত দুইজন সাংবাদিক জানান, আমরা ভেবেছিলাম ওমর ফারুক অন্তত আমাদের উপর হামলার প্রতিবাদ করবেন কিন্তু তিনি সেটি না করে বরং তার নির্দেশেই আমাদের উপর হামলার ভিডিও ডিলেট করে দেয়া হয়, তিনি আমাদের ধমকাতে থাকেন এবং তার কত ক্ষমতা সেটি জাহির করতে কোন পত্রিকার সম্পাদকের সাথে তার ছবি আছে সেটি দেখান।
এ বিষয়ে কথা বলতে ওমর ফারুককে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।