জাহেদ হোসেন:
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া হাইওয়ে পুলিশের হাতে ৪হাজার ২শত পিস ইয়াবা, ১টি মোটর সাইকেল ও ১টি সিএনজিসহ এক নারী ও ৫জন পুরুষ আটক হয়েছে ।
রবিবার (২৫এপ্রিল ২১ ইং) দিবাগত রাত সাড়ে দশটার সময় নয়াপাড়া চেক পোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়েছে ।
আটকৃতরা হলেন,নয়াপাড়ার আমানত উল্লাহর ছেলে রিদুয়ানুল ইসলাম (২০)কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আমিরুল ইসলাম বাবুলের ছেলে মোঃ আজিজুল ইসলাম সোহান(২৫)নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জ থানার আলী হোসেনের ছেলে মোহাম্মদ আলম(২৫)একি ঠিকানার মোহাম্মদ আলমের স্ত্রী মোছাম্মৎ জ্যোতি আক্তার(২১) কানজর পাড়ার জাবের আলীর ছেলে মোঃ শাহজাহান (২৫) উত্তর কানজর পাড়া এলাকার মৃত নুর আহাম্মদের ছেলে মোঃ ইউনুস(১৯)।ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই রাকিব হাসান জানান , লকডাউন বাস্তবায়নে চেকপোস্ট ডিউটি ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেল ও সিএনজি যোগে মাদকদ্রব্য নিয়ে হ্নীলা বাজারের দিক হতে কক্সবাজারের দিকে যাচ্ছে ।
উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর এ কে এম মনজুরুল হক আকন্দ এর সার্বিক তত্তাবধানে এসআই রাকিব হাসান এর নেতৃত্বে এএসআই মহিউদ্দিন আহম্মেদ, কন্সটবল মোঃ শামছুদ্দিন,আব্দুল করিম,মোবারক হোসেন ও শাহাদাৎ হোসেন দের সার্বিক সহোযোগিতায় হ্নীলার দিক থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল ও একই সাথে একটি সিএনজিতে থাকা যাত্রীদের তল্লাশি করে ৪হাজার ২শত পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
ধৃত আসামীদের নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত মাদক সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০