সিয়াম আহমেদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাহেলা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর মো. মোবারক হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার (০৮ অক্টোবর) দিনগত মধ্যরাতে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মোবারক পলাতক রয়েছে।
নিহতের পারিবারের কাছ থেকে জানা গেছে যে,বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয়ে মনোমালিন্য চলছিল৷ বিভিন্ন সময় সাহেলাকে তার স্বামী মারধর করতো।
আজ বুধবার ভোরে গৃহবধূর বাবা তার মেয়ের গলাকাটা লাশ খাটের উপর পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দিলে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য জেলা সদরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সাহেলা আক্তার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার উত্তরকলা গাছিয়া এলাকার হাসেম আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী মোবারক হোসেন নরসিংদী জেলার মাধবদি থানার খাদিমার চর এলাকার আব্দুল খালেকের ছেলে। বিয়ের পর থেকে স্ত্রী পরিবার নিয়ে আড়াইহাজারে শ্বশুর বাড়িতে বসবাস করছেন।
তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নাসির আহমেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০