শামীম পারভেজ - নাটোর থেকে :
নাটোরের বড়াইগ্রাম নিখোঁজের একদিন পর উপজেলার পাবনা সীমান্তবর্তী গাড়ফা গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে জুঁই নামে সাত বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জুঁই ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ স্থানীয়রা জানায়, গতকাল পয়লা বৈশাখ বিকেল থেকে জুঁইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকাল দশটার দিকে পার্শ্ববর্তী পাবনা জেলার চাটমোহর উপজেলার নাটোর পাবনা সীমান্তবর্তী একটি ভুট্টার জমিতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি শিশুটাকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে তবে পুলিশ এ বিষয়ে কোন কিছু জানায়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মৃত শিশুটির বাড়ি বড়াইগ্রাম থানায়। পাশাপাশি মরদেহ পাওয়ার ঘটনাটি সীমান্তবর্তী এলাকায়। শিশুটি কিভাবে মারা গেছে বা কিভাবে হত্যা করা হয়েছে এই নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০