এম এ মোতালিব ভুঁইয়া: দোয়ারাবাজার সীমান্তে যৌথ অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদ এবং বিয়ার জব্ধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় মদ এবং বিয়ার এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির যৌথ অভিযানে শুক্রবার (৭ মে )ভোর রাতে বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২৩৪ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মৌলারপার নামক স্থান হতে ২৩ বোতল ভারতীয় মদ এবং ০৫ বোতল বিয়ার আটক করে, যার মূল্য ৩৫,৭৫০/- টাকা।
অন্যদিকে পেকপাড়া বিওপির টহল দল বৃহস্পতিবার (৬ মে) গভীর রাতে সীমান্ত মেইন পিলার ১২২৯ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া নামক স্থান হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৩,০০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান,আটককৃত আটককৃত ভারতীয় মদ এবং বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০