এম এ মোতালিব ভুঁইয়া:
দোয়ারাবাজারে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় মদের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সুত্রে যানাযায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অভিযানে শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২০)রাতে উপজেলার বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৭/১০-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।