সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষকের খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার(১৫ আগষ্ট) রাত ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ইকবাল হাসানের গ্রামের বাড়ি উপজেলার বোগলাবাজার ইউনিয়নের নেপালকুটি গ্রামে এ ঘটনা ঘটে।
দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ইকবাল হাসানের ভগ্নিপতি মোঃ বুরহান উদ্দিন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে বুধবার বিকালে দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ সুত্রে যানাযায়,পাশের বাড়ির মৃত নছর উদ্দিনের পুত্র আব্দুল ছায়াদ (৫৫) ও তার স্ত্রী ছাহেরা বেগম (৪৫)পূর্ব বিরোধের জের ধরিয়া বসতবাড়ীর পূর্ব দিকে অনুমান ১৫ গজ দূরে খড়ের গাদায় অগ্নিসংযোগ করে চলে যায়।এ সময় তার স্ত্রী নাজমা বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দিয়ে চলে যায়। এতে তার ফসলি জমির গো-খাদ্যসহ কমপক্ষে তার ৪০ হাজার টাকার ক্ষতি স্বাধন করেছে।
অভিযুক্ত আব্দুল ছায়াদ মোবাইলে কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)মো:বদরুল হাসান জানান,অভিযোগ পেয়েছি,তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০