এম এ মোতালিব ভুইয়া:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকা থেকে ভারতীয় মদের চালান জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ জুন)সন্ধ্যা ৭ টার দিকে
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) আওতাধীন বাঁশতলা বিওপিতে কর্মরত নায়েক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে টহলদল মদের চালান জব্দ করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-১২৩৪/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় এলাকায় অভিযান চালায় বাঁশতলা বিওপিতে কর্মরত বিজিবি টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ৯৪ বোতল মদ জব্দ করা হয়। যার বাজার মূল্য ১,৪১,০০০/- ( এক লক্ষ একচল্লিশ হাজার ) টাকা।
বাঁশতলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো.আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০