এম এ মোতালিব ভুইয়া :
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৭ পিছ ইয়াবাবড়িসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র মোঃ হানিফ আলী (৩৬) ও হানিফ আলীর স্ত্রী মোছাঃ সাবিনা খাতুন (৩০)।
পুলিশ সুত্রে জানা যায়,মাদক কারবারি হানিফ আলী ও তার স্ত্রী মোছাঃ সাবিনা খাতুন দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।
এ তথ্য পেয়ে শুক্রবার(২৯ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) অনুপম দেবনাথের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের স্থানীয় বাংলাবাজারের পশ্চিম মাথার দক্ষিণ দিকের গলিতে অভিযান চালিয়ে নারী গ্রাম পুলিশের সহায়তায় দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ৬৭ পিছ এমফিটামিন সমৃদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ হানিফ আলী ও তার স্ত্রী মোছাঃ সাবিনা খাতুনকে আটক করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।আটককৃত আসামিদের শনিবার দুপুরে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে । জুয়া ও মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০