ফারুক ইকবাল, মহেশখালী
কক্সবাজারের মহেশখালীতে কুতুবজুম ইউনিয়নের মগকাটা গ্রামে এক যুবককে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। খোঁজ নিয়ে জানা যায়- লবণ মাঠের প্রভাব বিস্তার নিয়ে একই এলাকার আলী রাজার মেজ ছেলে সোহেল(৩০) কে নৃশংসভাবে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। স্থানীয়রা সোহেল কে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে, কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়দের তথ্য মতে- কুতুবজোমের লাল মোহাম্মাদ সিকদার পাড়া গ্রামের ফোরকান আহমদ এর পুত্র মকছুদ মিয়া গং এর সাথে একই এলাকার আলী আহমদ এর পুত্র এরশাদ ও ওমর কাজীর পুত্র ছিদ্দীক আহমদের মধ্যে লবণের গর্ত থেকে লবণ উত্তোলন নিয়ে কথা কাটাকাটি হয়।
এই ঘটনার জের ধরে এরশাদ গ্রুপ এবং স্থানীয় মকসুদ বাহিনী ২০ অক্টোবর, শুক্রবার রাত আনুমানিক ৭ টায় কুতুবজোমের কালামিয়া বাজারে এই সংঘর্ষে জড়ায়। দা,লাঠি ও ছুরিসহ রক্তাক্ত সংঘর্ষে আহত হয় মোঃ আলী রাজার পুত্র মোঃ সোহেল(৩০)কে মহেশখালী হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছালে মোঃসোহেলকে মৃত ঘোষনা করে চিকিৎসক। একই গ্রুপের মোঃ ফোরকানের পুত্র জালাল মিয়া, মকছুদ মিয়া, ইমাম শরীফের পুত্র মোঃ আলী মিয়া (৫০) গুরুতর আহত হয়।
ঘটনা বিষয়ে নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান- ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০