সাত্তার সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম), প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদারীপুরের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি হাইয়েছ মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৩০ আগষ্ট) বিকাল ৩ টার সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম সেবা’র) দিক নিদের্শনায় সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান এর সার্বিক তত্বাবধায়নে অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম এর নেতৃত্বে লোহাগাড়া থানার এসআই মোঃ শরিফুল ইসলাম,পিপিএম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি হাইয়েছ (ঢাকা-মেট্টো-চ-১৩-৯৫৪৭) মাইক্রোবাস জব্দ করে পুলিশ ।
আটককৃতরা হলো মাদারীপুর জেলার শিবচর থানা, সদর পৌরসভা (৫নং ওয়ার্ড),গুয়াতলা বাহেরচর এলাকার আঃ রাজ্জাকের পুত্র টিটু মিয়া(৪১) একই এলাকার মৃত মোশারফ খানের পুত্র আরজু খান(৩৫)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম জানান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম সেবা’) স্যারের দিক নিদের্শনায় এবং সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান স্যারের এর সার্বিক তত্বাবধায়নে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুনতি এলাকায় রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর ১টি হাইয়েছ মাইক্রোবাসে (রেজিঃনং-ঢাকা-মেট্টো-চ-১৩-৯৫৪৭) তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারের ভেতর হতে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ টিটু মিয়া ও আরজু খানকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত হাইয়েছ মাইক্রোবাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২কোটি ১০ লক্ষ টাকা হবে বলেও জানান ওসি।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। যথাসময়ে আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।