স্টাফ রিপোর্টারঃ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী তোফায়েল আহমদকে রশি দিয়ে গাছে বেঁধে প্রভাবশালী শাহনুর কর্তৃক মধ্যযুগীয় কায়দায় নিযার্তনের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় দপ্তরী সমিতির উদ্যোগে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ পয়েন্টে অনুষ্টিত মানববন্ধনে প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলার প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক রনধীর মজুমদার, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সিমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার,সহকারি শিক্ষক ফয়ছল খাঁন, ছালেহ আহমদ, রাজীব রায়, দপ্তরী আব্দুল মুকিত,আলমগীর হোসেন,আল আমিন,নিবুল দাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস,,সালেহ আহমদ,সহকারি শিক্ষক রফিকুল ইসলাম আনর,জাহাঙ্গীর হোসেন,জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, নাড়ু গোপাল তালুকদার,বেনু রঞ্জন মজুমদার,জাকির হোসেন,জহিরুল ইসলাম,মুহিবুর রহমান,
সনজিব তালুকদার,মাওলানা মামুনুর রশীদ,আতিকুর রহমান,সঞ্জয়,বনিক,মুক্তাখাই প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তাজ উদ্দিন, দপ্তরী মাফিকুল ইসলাম, জহির আহমদ,
আবদাল,হোসেন,তৈয়বুর রহমান,,মনিন্দ্র দাস,তানভীর আহমদ সহ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০