রংপুর ব্যুরো:
রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী পরিচয়ে অভিনব প্রতারণা ও ভুয়া নিয়োগ বাণিজ্যের অভিযোগে নুরে আলম রিপন (৪৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন স্থানে পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখানোসহ সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
শনিবার (২৯ মে) রাতে নীলফামারীর কিশোরগঞ্জে অভিযান চালিয়ে প্রতারক নুরে আলমকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগ।
রোববার (৩০ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন আরএমপির সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. ফারুক আহমেদ।
প্রেসবিজ্ঞপ্তি বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে অভিযান চালিয়ে পূর্ব দলিরাম এলাকার এক লিচুর বাগান থেকে আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য নুরে আলম রিপনকে গ্রেফতার করা হয়।
নুরে আলম বিভিন্ন সময়ে নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, কখনো রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী পরিচয়ে রংপুরসহ বিভিন্ন জেলার লোকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেন।
শুধু তাই নয়, প্রতারক নুরে আলম সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক সহজ-সরল মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে।
আরও জানা গেছে, নুরে আলমের প্রতারণার শিকার নার্সারি ব্যবসায়ী শাহাদাত হোসেন বাদী হয়ে মামলা করেন। নুরে আলম নিজেকে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ৯৬ হাজার টাকা অর্থ আত্মসাত করেন। এ রকম প্রতারণার বিভিন্ন অভিযোগসহ তার বিরুদ্ধে ৪টি মামলা পাওয়া গেছে।
রোববার বিকেলে গ্রেফতার নুরে আলম রিপনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. ফারুক আহমেদ।