ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় এক কাঠমিস্ত্রি গলায় ফাস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। জানা যায়, রুহিয়া থানার সেনিহারী (হিন্দু পাড়া) গ্রামের দয়াল চন্দ্র বর্মন (১৯) নামে এক কাঠমিস্ত্রি ১৫ নভেম্বর (শুক্রবার) দিবাগত রাতে তার নিজ শয়ন কক্ষে বাশের সড়ের সাথে নিজের পড়নের ধুতি দিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত দয়াল চন্দ্র বর্মনের বাবার নাম ভগিরত চন্দ্র বর্মন বলে জানা যায়। পারিবারিক সুত্রে জানা যায়, মৃত দয়াল চন্দ্র বর্মনের স্ত্রী গত ৪/৫ মাস আগে অসুস্থতাজনিত কারনে মারা যায়। তার স্ত্রীর মৃত্যুতে সে মানষিক ভাবে বিপর্যস্ত হয়ে পরে। তার বাবা ভগিরত চন্দ্র বর্মন জানান, সে বেশ কয়েকবার ট্রেনে কাটা পরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করেন রুহিয়া থানা পুলিশ। আত্মহত্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০