ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

টঙ্গীতে দুই পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যার হুমকি অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকায় দুই পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ মার্চ রাত ৯টার দিকে এরশাদ নগর ব্লক-০২ এলাকায় মো. মতি (২৬) ও সাগর (৪০) নামের এক ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ঘটনার জের ধরে কামরুল ইসলাম কামুর নেতৃত্বে ৮-১০ জন সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে নাছিমার (৫৫) বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, ছোরা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুর করে এবং ৩ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ টাকা ও ২০ হাজার টাকার খাদ্যসামগ্রী লুট করে। বাধা দিতে গেলে নাছিমাকে মারধর করা হয় এবং তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়।

অন্যদিকে, একই রাতে এরশাদ নগর ব্লক-০২ এলাকায় আজমিরি পরিবহনের কন্ট্রাক্টর মো. বিপ্লব (২২) গাড়ি নিয়ে প্রবেশ করলে কামরুল ইসলাম কামুর অনুসারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে কামরুল ইসলাম কামুর নির্দেশে ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী ছালমার (৫০) বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ছালমার মেয়েকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়।

ভুক্তভোগীরা থানায় গেলে অভিযুক্তরা পুনরায় হামলা চালিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তারা। বর্তমানে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আলোচনার পর আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়ে কামরুল ইসলাম কামু মুঠোফোনের যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, এরশাদ নগর এলাকায় বেশ কিছুদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন

হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখার পর কি বললেন জামায়াত আমীর?

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল

কাপাসিয়ায় গাছ কেটে অবৈধভাবে কয়লা তৈরি করার দু’টি চুল্লী ধ্বংস করেছে উপজেলা প্রশাসন

রাউজানের ডাবুয়ায় খালেদা জিয়ার সুস্থতার জন্যে খতমে কুরআন ও দো’য়া মাহ’ফিল

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যা

২০২৪-২৫ সেশনের ক্লাস শুরু এবং ৫ দফা দাবি ইডেন শিক্ষার্থীদের

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

চকরিয়ায় স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দোয়ারাবাজারে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

বেগম জিয়া দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের প্রজ্ঞাপন

১১ পেজ ও আইডির বিরুদ্ধে ডিবি কার্যালয়ে মামলা করলেন সাদিক কায়েম

সেন্টমার্টিন থেকে শাহপরীরদ্বীপ আসার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু,আহত-২