ঢাকাবুধবার , ২ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

টঙ্গীতে দুই পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যার হুমকি অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর এলাকায় দুই পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ মার্চ রাত ৯টার দিকে এরশাদ নগর ব্লক-০২ এলাকায় মো. মতি (২৬) ও সাগর (৪০) নামের এক ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ঘটনার জের ধরে কামরুল ইসলাম কামুর নেতৃত্বে ৮-১০ জন সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে নাছিমার (৫৫) বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা চাপাতি, ছোরা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র ভাঙচুর করে এবং ৩ ভরি স্বর্ণালঙ্কার, ২ লাখ টাকা ও ২০ হাজার টাকার খাদ্যসামগ্রী লুট করে। বাধা দিতে গেলে নাছিমাকে মারধর করা হয় এবং তাকে ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়।

অন্যদিকে, একই রাতে এরশাদ নগর ব্লক-০২ এলাকায় আজমিরি পরিবহনের কন্ট্রাক্টর মো. বিপ্লব (২২) গাড়ি নিয়ে প্রবেশ করলে কামরুল ইসলাম কামুর অনুসারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে কামরুল ইসলাম কামুর নির্দেশে ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী ছালমার (৫০) বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ছালমার মেয়েকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়।

ভুক্তভোগীরা থানায় গেলে অভিযুক্তরা পুনরায় হামলা চালিয়ে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন তারা। বর্তমানে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আলোচনার পর আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়ে কামরুল ইসলাম কামু মুঠোফোনের যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, এরশাদ নগর এলাকায় বেশ কিছুদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

51 Views

আরও পড়ুন

চকরিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময়ে মিলনমেলা

পালাকাটা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ

দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ভারতীয় যুবকের লাশ হস্তান্তর

গাজীপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম মুমিনুর রহমান

মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরী ঔষধ ও ত্রাণ সামগ্রী প্রেরণ

শান্তিগঞ্জে জমে উঠেছে ঈদের জমজমাট বাজার

টঙ্গীতে উত্তর আউচপাড়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবি,নারী শিশুসহ নিহত ৫

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতার পোষ্টার লাগানো হচ্ছে শাপলাপুরে

ভূয়া সনদে চাকুরিতে যোগদানের প্রমাণ মেলেছে দুর্গাপুরের এক কলেজ সহঃ অধ্যাপকের বিরুদ্ধে,

‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ শিবপুর’এর নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

এশিয়ার ৩ দেশে ঈদের তারিখ ঘোষণা