জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাটে দুই কিশোর গ্যাংদের আধিপত্যা বিস্তারকে কেন্দ্রে করে হামলার ঘটনা ঘটে ৷ হামলার ঘটনায় দুই কিশোর গ্যাং এর ৪ সদস্য আহত হয় ৷
এলাকাবাসী বাসী সূত্রে জানাযায়, সারীঘাট উচ্চ বিদ্যালয় পড়ুয়া নবম ও দশম শ্রেণীর বেশির ভাগ ছাত্রদের নিয়ে কিছুদিন হতে সারীঘাট এলাকায় কয়েকটি কিশোর গ্যাং গড়ে উঠেছে ৷ তারই ধারাবাহিকতায় ২রা মে সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় সারীঘাট উত্তরপাড় নয়াখেল ওয়াপদা রাস্তার উপর কিশোর গ্যাংদের আধিপত্য বিস্তার ও নিজেদের গ্যাংকে শক্তিশালী করতে একপক্ষ অন্য পক্ষের উপর হামলা চালায় ৷
এই হামলায় ঘটনায় ৪জন গুরুত্বর আহত হয় ৷ কিশোর গ্যাংদের হামলার ঘটনার খবরপেয়ে সারীঘাট উত্তরপাড় বাজারের ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে গিয়ে হামলাকারীদের নিকট হতে গুরুত্বর আহত ৪জন উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করে ৷ আহরা হল- সারীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সারীঘাট ডৌডিক গ্রামের বাসিন্ধা নাজিম উদ্দিন খোকন এর ছেলে তানভীর আহমদ (১৭) দিগারাইল গ্রামের এখলাছুর রহমান এর ছেলে তানভীর হোসেন (১৬) নয়াখেল গ্রামের আব্দুল লতিফ এর মাশরাফি হোসেন (১৫) এবং নয়াখেল গ্রামের ফয়েজ আহমদ এর ছেলে আয়ন আহমদ (১৬)৷
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আহতদের মধ্যে তিনজনের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুত্বর আহত তানভীর আহমদ, তানভীর হোসেন এবং মাশরাফি হোসেন কে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ৷ অপর আহত আয়ন আহমদ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে যায় ৷
এবিষয়ে এলাকাবাসী সেলিম আহমদ, সৌরভ, আব্দুস শুক্বুর বলেন, বেশ কিছুদিন ধরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা দলবদ্ধ হয়ে বিভিন্ন কার্যক্রমে জড়িয়ে পড়ছে ৷ এই ঘটনা সহ কয়েকটি ঘটনা ঘটেছে ৷ অভিবাকদের কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার নতুবা এলাকায় কিশোরা খুন, হত্যা সহ নানা অপরাধ মূলক কার্যক্রমে জড়িয়ে পড়বে এবং আমরা এই ধরনের ঘটনার নিন্ধা জানান৷
এদিকে তানভীর হোসেনের পিতা এখলাছুর রহমান বাদী হয়ে ৩ মে মঙ্গলবার জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত চলছে ৷