আশরাফুর রহমান রাহাত, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর একটি অভিযান চালিয়ে তিন হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সোনা মিয়াকে (৫৫) আটক করেছে।
আজ ১৬ এপ্রিল, ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিএনসির সহকারী পরিচালক জনাব মো. আব্দুল হালিম রাজের নেতৃত্বে এই গ্রেফতার অভিযান সম্পন্ন হয়। সোনা মিয়া দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদীর চর অঞ্চলের দূর্গম এলাকা ব্যবহার করে ইয়াবা ব্যবসা করে আসছিল বলে জানা গেছে।
এটি জামালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দ্বারা আটককৃত সবচেয়ে বড় ইয়াবার চালান হিসেবে চিহ্নিত হয়েছে।
এ ঘটনায় পরিদর্শক জনাব মো. নজরুল ইসলাম বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন।
মাদকবিরোধী এ অভিযানের ফলে স্থানীয় জনমনে খুশির সৃষ্টি হয়েছে, এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ডিএনসি সূত্রে জানানো হয়েছে, মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০