জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন দুপুরে শিক্ষক দম্পতির বাসায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
জানাযায়, ২৫ সেপ্টেম্বর দিন দুপুরে জগন্নাথপুর আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^জিত দাসের সি/এ মার্কেটস্থ বাসায় চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে শিক্ষক বিশ^জিত দাস বলেন, আমি ও আমার স্ত্রী শিক্ষক। আমরা পৃথক বিদ্যালয়ে শিক্ষকতা করছি। প্রতি দিনের মতো সকালে আমরা বাসা তালাবদ্ধ করে চলে যাই। বিকেলে স্কুল থেকে ফিরে দেখি তালা ভাঙ্গা ও দরজা খোলা। এ সময় দেখতে পাই ঘরে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং ওয়াড্রোপের ড্রয়ার ভেঙ্গে ঘরে থাকা নগদ লক্ষাধিক টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার সহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে শিক্ষক বিশ^জিত দাস নিশ্চিত করেন। #
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০