গোলাপঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপঞ্জে ছাত্রদল নেতা শাহাদাত আল নাজিম কে গ্রেফতার করার প্রতিবাদে উপজেলা ছাত্রদল ও বিএনপি’র বিক্ষোভ মিছিল।
শনিবার (৪ই আগস্ট) বিকালে উপজেলার চৌমুহনী বাজারে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাহাদাত আল নাজিম কে নিঃশর্ত মুক্তির দাবিতে আহব্বান করেন নেতা কর্মীরা।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার ২ই আগস্টে চৌমুহনী বাজারে থেকে ধুমকেতুর মতন একদল পুলিশ কর্মকর্তা ছাত্রদল নেতা শাহাদাত আল নাজিম কে গ্রেফতার করে।
বিএনপি নেতাকর্মীরা শাহাদাত আল নাজিমকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদ এবং অবিলম্বে মুক্তির দাবি জানান। এবং স্পষ্ট ভাষায় বলেন যদি ছাত্রদলের বলিষ্ঠ কর্মী নজিম কে দ্রুত মুক্তি না দেওয়া হয়। তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে।