স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের ছাতকে লকডাউন অমান্য করে দোকান খোলা রেখে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন।
মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে ছাতক শহর ও উপজেলার বিভিন্ন জায়গায় সরকারি নির্দেশনা মানতে সাধারণ মানুষদের সচেতন করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারী লোকজন, যানবাহন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে। ছাতক, গোবিন্দগঞ্জ বাজার ও পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৬ টি মামলা দায়েরের মাধ্যমে ১৮হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসলাম উদ্দিন। এ অভিযানে ক্যাপ্টেন ইয়াসিনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যবৃন্দ ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০