স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ী আখলাকুর রহমান উরফে আখলাদ হত্যাকাণ্ডে জড়িত দু'জনকে পৃথক অভিযান চালিয়ে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গত রবিবার (১৯ সেপ্টেম্বর) আখলাকুর রহমান উরফে আখলাদ (৩৫) কে রাতে গোবিন্দগঞ্জ বাজার থেকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে খুন করে পালিয়ে যায়।
রাতেই গ্রামের মাঠের ক্ষেতের জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আখলাদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের জাহির আলীর পুত্র এবং গোবিন্দগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী।
এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে একই ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র আবু সুফিয়ান সোহাগ (২৬)কে সিলেট থেকে ও দিঘলী-চাকলপাড়া গ্রামের আশরাফুল আলমের পুত্র আলীম উদ্দিন (২৯) কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন বলেন,পৃথক পৃথক অভিযান চালিয়ে দুইজন কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত ছিলো বলে স্বীকার করেছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০