ছাতক প্রতিনিধিঃ ছাতকের চেলা নদীতে নৌ পুলিশের সাথে নৌ শ্রমিকের সংঘর্ষে পুলিশের ইনচাজসহ ছয়জন আহত হয়েছে। রবিবার (৪জুলাই) রাতে চেলা নদীর রাজেন্দ্রপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালু বাহী নৌকা শ্রমিক ও ছাতক নৌ পুলিশের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষ হয়। কি নিয়ে বা কেন সংঘর্ষ হয় তা জানা যায়নি।এ সংঘর্ষে নৌ পুলিশের ওসি মঞ্জুরুল আলম, এসআই হাবিব, কামালসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ৩জনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে, নৌপুলিশ সিলেট অঞ্চলের এসপি শম্পা ইয়াসমিন জানান, নদী পথে টহল চলাকালে হামলায় ৬জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকৎসা দেয়া হচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০